IP Range Problem?


Lets Solve it!
1. সবচেয়ে Best way SIM Change করে ফেলুন
2. সেটা না করতে পারলে, চলুন একটা ট্রাই করি।
3. নিচে থেকে webTunnel Download করে নিন।

4. Free NET এর মত সেটিংস করে WEB-Tunnel এ ঢুকুন

এবার নিচের মত করে Connect দিন...

বার বার Reconnecting দেখাবে, যাই দেখাক, আপনার কাজ হলো এই অবস্থায় Data OFF-ON করা, যতক্ষন না আপনার Connected হচ্ছে।

বিঃদ্রঃ 
১। DATA oFF-oN করার মধ্যবর্তী বিরতি ১মিনিট রাখুন।
২। এভাবে ৭থেকে ৮বার করলেই Connected হবে।
৩। প্রতিবার Data ON করার পর IP টা দেখে নিবেন।

এভাবে 70% SIM এর IP Range ঠিক হওয়ার সম্ভাবনা আছে।


------------


2nd WAY
আপনার Phone ROOTED হতে হবে।

ROOTED হলে, KPN Tunnel বা eProxy তে গিয়ে IP TOOLS এ নির্দিষ্ট IP লিখে ঘুমিয়ে যান।

Share:

0 comments:

GET LATEST UPDATE by EMAIL

[blogger]