আপানরা কি টরেন্ট এর নাম শুনেছেন? জানেন টরেন্ট কি? কি হয় টরেন্ট দিয়ে? যদি আপানার উত্তর হাঁ হয় তা হলে এই টিউন টি আপানার জন্য নয়। আর যদি উত্তর না হয় তা হলে এটি আপানার জন্যই.........।।
টরেন্ট হচ্ছে একটি অনলাইন ফাইল শেয়ারিং প্রযুক্তি। যেটি পিয়ার টু পিয়ার প্রযুক্তি ব্যাবহার করে। এর মাধ্যমে ফাইল শেয়ারকারীগন একে অপরের ব্রান্ডউইথ শেয়ার করে থাকে। সাধারণ ভাবে আমরা যদি FTP SERVER ফাইল আপলোড করি পরে সেই ফাইল টি যত বেশি Client ডাউনলোড করবে তত বেশি চাপ Server এর উপর পরবে আর Server তত বেশি Slow হয়ে যাবে।
অপর দিকে P2P SERVER এর ক্ষেত্রে কোন আপলোড ফাইল যত বেশি ডাউনলোড হবে তত ভাল পারফরমেন্স পাওয়া যাবে।
প্রশ্ন হচ্ছে এটি কি ভাবে সম্ভব?
P2P এর ক্ষেত্রে Client কম্পিউটার গুলি একে অপরের Brand with শেয়ার করে ফলে সিস্টেম Slow এর বদলে ফাস্ট হয়ে যায়।
এখানে বলে রাখা প্রয়োজন যে টরেন্ট হল অনলাইন ফাইল শেয়ারিংএর এক অপ্রতিরোধ্য প্রযুক্তি।
.torrent
টরেন্ট এক্সটেনশন যুক্ত ফাইল হচ্ছে একটি প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ ফাইল যেখানে টরেন্টের মাধ্যমে যে ফাইল টি ডাউনলোড করা হবে তার সম্পর্কে কিছু তথ্য পাওয়া যাবে যেখানে ফাইলটির নাম , আকার ইত্যাদি।
PEER & SEED
Peer হচ্ছে আপনি যে কম্পিউটার সাথে যুক্ত হয়ে টরেন্ট Client ব্যাবহার করে টরেন্টের মাধ্যমে ফাইল ডাউনলোড করবেন।
অপর দিকে SEED বা SEEDER হচ্ছে টরেন্ট Client ব্যাবহার করে উক্ত ফাইল এর ডাউনলোড করছেন বা করেছেন। একটি টরেন্ট এর ডাউনলোড স্পিড উক্ত টরেন্ট এর SEEDER এর সংখ্যার উপর নির্ভর করে।
SWARM
টরেন্টএর একটি ফাইল এর জন্য যত SEEDER বা ডাউনলোড কারী একে অপরের সাথে CONNECTED থাকে তাদের সম্মলিত সংখ্যা কে SWARM বলে
TRACKER
টরেন্টএর মাধ্যমে যখন ফাইল ডাউনলোড করা হয় তখন PEER ও SEEDER দের মধ্যে যোগাযোগ রক্ষা করার জন্য একটি SERVER থাকে এই SERVER কেই বলা হয় TRACKER
টরেন্ট এর কিছু উপকারিতা আছে আবার অপকারিতা ও আছে। যেমন একদিকে ফাইল শেয়ারিং করা যায় অপর দিকে প্রযুক্তির কল্যাণে পাইরেসী ও করা যায় এখনে কাউকে ধরা সম্ভব নয়। কারন টরেন্ট কোন কোম্পানি নয় এটি ফাইল শেয়ারিং পদ্ধতি মাত্র
TORRENT FILE
টরেন্ট ফাইল হল একটি প্রয়োজনীয় তথ্য সমৃদ্ধ ফাইল
এটি অনেকটি খাবারের মেনুর মত যার দ্বারা আপানার দরকারি ফাইল গুলি কোথা থেকে ডাউনলোড করতে হবে তার কত সাইজ এই সব জানাবে। অনেক সময় সাধারণ ফাইল ডাউনলোড করার পর দেখা গেল যে দরকারি ফাইল ছাড়াও তার ছবি বা গান রেখে দিয়েছে ফলে সাধারণ সময়েরও বেশকিছুক্ষণ বসে থাকতে বাধ্য হয়েছে। টরেন্ট এর ক্ষেত্রে এই অসুবিধা নেই। আপনি টরেন্ট ফাইল টি ডাউনলোড করার পর সেটি টরেন্ট Client দিয়ে ওপেন করলে সেই ফাইল টি তে কি ডাউনলোড করতে যাচ্ছে তার লিস্ট দেখাবে
আপানার যে ফাইল গুলি প্রয়োজন নেই সেগুলি আনচেক করে বাদ দিতে পারবেন। ফলে যাদের লিমিটেড ব্রান্ডউইথ তাদের খুব উপকার হবে।
0 comments:
Post a Comment