GP FREE NET by Everything


GP তে ফ্রি নেট চালানোর  সবরকম A2Z Way

GP তে KPN official, KPN ULTIMATE, HTTP INJECTOR, ePROXY, Web_Tunnel, Rx_VPN, Droid_VPN, POWER-Handler, AnonyTun, UC_Handler সহ আরো বেশ কিছু APPS দিয়ে ফ্রি চলছে, PC তে USE করার জন্য Pda-NET, USB-Tether দিয়ে ভালো চলছে। তবে ভালো চললেও সব APP দিয়ে ভালো SPEED পাচ্ছেনা।


 KPN TUNNEL OFFICIAL, eProxy, HTTP INJECTOR

এই তিনটা খুব ভালো SPEED দিচ্ছে, আসল কথা হলো, SSH-ACCOUNT add করে USE করলে SPEED এম্নিতেই ভালো পায়, সেটা যে app এ হোক।

DETAILS ABOUT EVERYTHING

KPN Tunnel : 
স্পিড ভালো পেলেও, mobile খুব গরম হয়ে যায়, Charge যায় অনেক।
Disconnect হয়না বললেই চলে।
অতিরিক্ত USE করলে KPN-Tunnel কাজ করেনা, তখন re-install করা ছাড়া উপায় থাকেনা

eProxy : 
ভালোই, কোন সমস্যা ছাড়াই চলে
খারাপ কিছু নাই
Disconnect হওয়ার সম্ভাবনা নেই।
Mobile গরম হয়না

HTTP-INJECTOR : 
বলতে গেলে অস্থির।
খুব ই ভালো, SPEED ভালো পায়(SSH সহ)
Mobile এ চাপ পড়েনা
মাঝে মাঝে Disconnect হয়, হলেও খুব কম।

OTHERS
আর Part-Time চালানোর জন্য, Web-Tunnel, Rx_VPN, Droid_VPN, POWER-Handler, AnonyTun ভালই। তবে SPEED 1MBPS এর কম হবে, মাঝে মাঝে 1MBPS উঠতেও পারে।
এগুলোতে কোন SSH Account এর প্রয়োজন হয় না। শুধু Configure করলেই হয়।



KPN Tunnel দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
eProxy দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
HTTP Injector দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
Rx VPN দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
Power-Handler দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
AnonyTun দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে
UC Handler দিয়ে ফ্রি USE করার জন্য  এখানে





যাদের চলছেনা তাদের জন্য ১গ্লাস সমব্যাদনা এবং কিছু টিপস! 
১। *5000*55# dial করে easynet চালু হইছে কি না?
২। dial করার পর SMS এ যদি জানিয়ে দেয় হইছে, ভাল।
৩। চলুন ট্রাই করি, Browser/Internet অ্যাপ টা দিয়ে google এ ঢুকে দেখুন।
৪। যদি auto gpeasynet সাইটে ঢুকে যায়, একটা আশা আছে।
৫। আশার উপর উঠে বাকি কাজ করুন।
৬। KPN Tunnel install দিন, Data Connect দিয়ে দেখুন।
৭। KPN Tunnel এ যদি IP Range ঠিক থাকে, তাহলে চলবে।
৮। IP Range: 10.41.**.** to 10.49.**.**
৯। IP Range: 10.81**.** to 10.95.**.**
১০। এই রেঞ্জে না আসলে মুড়ি খান। :-D
১১। অন্য কোন GP SIM ট্রাই করে দেখতে পারেন।
১২। এখন সিমের দাম কম, নতুন কেন উত্তম। :-)
১৩। ৫টা সিমের মধ্যে ১টা সিমে চলার সম্ভাবনা আছে। :-D
১৪। IP Range এর সমস্যার জন্য এটা ট্রাই করে দেখতে পারেনঃ 


Share:

0 comments:

GET LATEST UPDATE by EMAIL

[blogger]