Forex শেখার জন্য কিছু গুরুত্বপূর্ণ PDF বই



1. ফরেক্স বিগেনার টু প্রো হল বাংলাদেশের সর্বপ্রথম অধ্যায় ভিত্তিক ফরেক্স শিক্ষার সেরা এবং সম্পূর্ণ একটি বই। সম্পূর্ণ বাংলা ভাষায় ফরেক্স নিয়ে লিখিত এই বইটি নূতন থেকে শুরু করে প্রফেশনাল ট্রেডার রুপে গড়ে উঠতে স্টেপ বাই স্টেপ ফর্মুলা অনুসারে সাজানো হয়েছে। প্রত্যেকটি অধ্যায় সাজানো হয়েছে উপযুক্ত টপিক নিয়ে, ফরেক্স সম্পর্কে যারা একেবারেই অজ্ঞ তাদের জন্য বইটি হতে পারে সেরা পছন্দ। বেসিক টার্মস, চার্ট প্যাটার্ন, টেকনিক্যাল এনালাইসিস, ফান্ডামেন্টাল এনালাইসিস ও ট্রেডিং টার্মস এবং প্ল্যান সহ নানা রকম গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয় নিয়ে বইটি আপনার ফরেক্স শিক্ষার একটি শক্তিশালী পছন্দ হবে আশা করছি। ৮০ পৃষ্ঠার সেরা এই বইটি ফরেক্স শিক্ষার জন্য একটি পুর্নাঙ্গ গাইডলাইন হবে আপনার।


2. 'পিপস হ্যাকিং উইথ বেস্ট ক্যান্ডেলস্টিক প্যাটার্ন'। ফরেক্স ট্রেডিং এর একটি কার্যকারী এবং জনপ্রিয় স্ট্রেটিজি হচ্ছে ক্যান্ডেলস্টিক এনালাইসিস, আর ক্যান্ডেলস্টিক প্যাটার্ন রয়েছে শত শত। সব গুলো প্যাটার্ন একজন ট্রেডারের পক্ষে মনে রেখে ট্রেড করাটা অসম্ভব ব্যাপার। আর এই বিষয়টি নজরে নিয়ে উক্ত বইটি সাজানো হয়েছে বিশেষ কিছু প্যাটার্ন এর মাধ্যমে যা ভালো ট্রেডিং এর জন্য অনেক বেশি সহায়ক।

3. স্কেল্পিং ট্রেডিং অনেক ট্রেডারদের একটি পছন্দের স্ট্রেটিজি, অনেক কিছুই তো জানেন স্কেল্পিং ট্রেডিং সম্পর্কে এবং অনেক ভালো ভালো ফর্মুলা ও জানেন আই পদ্ধতিতে, তবে বলছি কি চাইলে অর্থাৎ আরো টপ লেভেল স্কেল্পার হতে হলে মনে হয় বইটি আপনার খুব প্রয়োজন। হ্যাঁ প্রিয় ট্রেডার আপনার ট্রেডিং স্টাইল কে আরো সচ্ছ এবং শক্তিশালী করতে বইটি পড়ে নিতে পারেন। এখনে ভিবিন্ন টুলস ব্যাবহারে কিভাবে স্কেল্পিং ট্রেডিং কে আরো সুন্দর এবং রিস্ক ফ্রী করা যায় তাই আলোচনা করা হয়েছে। আশা করি বইটি পড়ে বেশ উপকৃত হবেন।

Rapid Forex (Tiny Traders for Terrific Profits) - Robert Borowski


4. অনেকে আছেন যারা খুব বেশী পড়তে পছন্দ করেননা বা এতো ধ্যার্য নাই, একেক বিষয়ে একেকটা বই পড়ার, তাদের জন্য সহজ সমাধান করেছে এই বইটি। অর্থাৎ এক বড়িতে সব রোগ এর সেফাই। হ্যাঁ ঠিকই ধরেছেন বইটিতে মোটামুটি নভিস লেভেল থেকে প্রফেশনাল লেভেল এর অনেক বিষয় খুব সুন্দর এবং সহজ এবং কম সময়ে বোধগম্য করে টোটাল বিষয়গুলো উপস্থাপন করা হয়েছে। তাই এর বেশী কথা বলতে চাই না, আপনার অভিরুচি বুঝে এবং ট্রেডিং লেভেল বুঝে বইটি প্রয়োজন মনে করলে পড়া শুরু করে দিতে পারেন।

How to trade the forex like a pro in one hour PDF


5. বাংলায় Candlestick Pattern by - তানভীর আহমেদ
সম্পূর্ণ বাংলা ভাষায় রচিত বিশেষ বিশেষ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর চিত্র আকর্ষক বই ' বাংলায় Candlestick Pattern সহজ পাঠ ' ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দিয়ে ট্রেডিং ইচ্ছুক ট্রেডাররা কালেকশন করতে পারেন বইটি।


6. Candlesticks_u_should_know - (Dr. Melvin Pastaernak)
জাপানিস ক্যান্ডেলস্টিক স্ট্রেটিজি দিয়ে যারা ট্রেড করতে পছন্দ করেন তারা চাইলে বইটি কালেকশনে রাখতে পারেন যেখানে মেজর কিছু ক্যান্ডেলস্টিক এর বিহেবিয়ার আলোচনা করে হয়েছে।


7. The New Elliott Eave Rule by T.S. Hennessy
এক্সপার্ট ট্রেডারদের বলছি আপনারা নিশ্চয়ই জানেন , Elliott Wave কি এবং এই পদ্ধতি কতটা সেরা বিশ্ব জুড়ে সকল ট্রেডারদের কাছে। যারা জানেন না তাদের কে বলছি, ফরেক্স ট্রেডিং প্যাটার্ন এর সবথেকে কঠিন এবং খুবই স্ট্রং একটি প্যাটার্ন হল Elliott Wave । এই প্যাটার্ন খুব সহজে বুঝতে পারবেন না। কিন্তু ভয়ের কোন কারন নাই, বইটিতে Elliott Wave প্যাটার্ন এর বেসিকটা নিয়ে আলোচনা করা হয়েছে, তা মোটামুটি সহজে বুজতে পারেবেন। তাই বিশাল ফর্মুলায় যাওয়ার আগে রাস্তাটা তো অন্তত চিনে নিন, কি বলেন ! হ্যাঁ, Elliott Wave এর টোটাল ওয়ার্কিং ওভারভিউ টা দেখে নিতে পারেন এই বইটির মাধ্যমে।
 


 8. THE Complete Guide to Day Trading by Markus Heitkoetter
অনেকে পছন্দ করেন লং টাইম ট্রেডিং করতে কিংবা ইনস্ট্যান্ট ট্রেডের প্রতি তেমন কোন আগ্রহ নেই কিংবা বেশী সময় ধরে ট্রেড করতে চান এবং অনেক বেশী রিটার্ন চান এক ট্রেডে তাদের জন্য বইটি পারফেক্ট একটি সোর্স। ডে-ট্রেডিং তথা লং টাইম ট্রেডিং ভিবিন্ন ফর্মুলা নিয়ে বইটি অনেক জনপ্রিয় একটি বই। যা পড়ে আপনি ও এর ভক্ত হতে পারেন।


 9. Forex Patterns and Probabilities ED PONSI
ফরেক্স প্যাটার্ন ট্রেডিং আর কি সুবিধা তা আর নতুন করে বলতে চাই না, সফল ট্রেডারদের একটি বড় সেক্রেট হল ট্রেডিং ইউথ প্যাটার্ন আইডেন্টিফাইং , তাই আপনার যতবেশি ট্রেডিং প্যাটার্ন জানা থাকবে এবং প্যাটার্নগুলো যত ভালো বুঝতে পারবেন আপনি ততই সেরা ট্রেডার হবেন, অনেক বই তো পড়েছেন প্যাটার্ন প্রেমিকরা এইবার আই বইটি পড়ে দেখুননা কেমন লাগে, আপনি তো মাস্টার ট্রেডার তাই জেনে রাখুন আরো কিছু মাস্টার প্যাটার্ন।
 



MORE BOOKS







Share:

1 comments:

Partner Asia said...

শুভেচ্ছা জানাচ্ছি,

আমার নাম অনুপ, ইন্সটাফরেক্স কোম্পানির পার্টনার ম্যানেজার।

আমরা আপনাকে প্রস্তাব জানাতে চাই ইন্সটাফরেক্স পার্টনার প্রোগ্রামে যেখানে আপনি ১.৫ পিপস (১৫ ডলার স্ট্যান্ডার্ড মার্কেট লট থেকে) পাবেন আপনার প্রতিটা গ্রাহক থেকে। গ্রাহকদের থেকে প্রাপ্ত কমিশন আপনার অ্যাকাউন্ট এ জমা হয়ে যাবে যেটা আপনি সহজেই উত্তোলন করতে পাড়বেন। এর জন্য আপনাকে কোন ইনভেস্ট বা ট্রেড করতে হবে না ।

এখনি আমাদের পার্টনার হয়ে যান এবং পেয়ে যান সকল তথ্য সরঞ্জাম আপনার ওয়েবসাইট এর জন্য অ্যাফিলিয়েট লিংক সহ। আপনি যদি আগ্রহী হন অথবা যদি কোন প্রশ্ন থাকে নিঃসংকোচে আমার সাথে যোগাযোগ করুন, আমরা কৃতার্থ হব আমাদের পরস্পরের লাভ সম্পর্কে আলোচনা করতে । আমাদের এই প্রস্তাব সম্পর্কে আপনার মতামত অবশ্যই আমাকে জানাবেন।

ধন্যবাদ। অপেক্ষা করছি আপনার আগ্রহ সম্পর্কে জানতে।

Skype- anup.partners.ifx
Facebook- Anup Ifx Partner

GET LATEST UPDATE by EMAIL

[blogger]