for লুপ প্রাকটিস প্রশ্ন

প্রাকটিসের মূল পাতা

প্রথমেই নিজে নিজে উত্তর দেয়ার চেষ্টা করো। না পারলে, অন্যদের উত্তর দেখে নিজের মতো উত্তর দেয়ার চেষ্টা করো। সেটাও করতে না পারলে, একদম পেইজের নিচে গিয়ে বিস্তারিত কমেন্ট করো।

৫.১: for লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যা আউটপুট হিসেবে দেখা
৫.২: for লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল বের কর।
৫.৩: যে যে ফ্রেন্ড তোকে খাওয়াবে বলছে কিন্তু এখনো খাওয়াই নাই তাদের নাম দিয়ে বাদাইম্মা (badaymmas) নামে একটা for ডিক্লেয়ার কর। তারপর একটা for লুপ দিয়ে badaymmas নামক for এর সব বাদাইম্মার নাম আউটপুট হিসেবে দেখা।
৫.৪: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- for লুপ জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।

4 comments:

Anonymous said...

৫.১: for লুপ দিয়ে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যা আউটপুট হিসেবে দেখা


ANS.................





#include
#include
#include
#include
#define pb push_back
using namespace std;

int main()
{
for(int i=1;i<=10;i++)cout<";
}
document.write(text);






OR,






for (int i = 1; i < 11; i++)
{
Console.WriteLine(i);
}
Console.ReadLine();






OR,







for (int i = 1; i <=10; i++) {
System.out.println(i);
}

Anonymous said...

৫.২: for লুপ ব্যবহার করে 1 থেকে 10 পর্যন্ত সবগুলা সংখ্যার যোগফল বের কর।


ANS..........



#include
#include
#include
#include
#define pb push_back
using namespace std;

int main()
{
int sum=0;
for(int i=1;i<=10;i++)sum+=i;
cout<<sum<<endl;
}





OR,







int sum = 0;
for(int i =1;i<=10;i++){
sum+=i;
}
cout<< i << endl;






OR,






int sum = 0;
for (int i = 1; i < 11; i++){sum += i;}
Console.WriteLine(sum);
Console.ReadLine();






OR,






var i;
var sumTotal = 0;
for (i = 1; i <= 10; i++) {
sumTotal += i;
}
document.write(sumTotal);




Anonymous said...

৫.৩: যে যে ফ্রেন্ড তোকে খাওয়াবে বলছে কিন্তু এখনো খাওয়াই নাই তাদের নাম দিয়ে বাদাইম্মা (badaymmas) নামে একটা for ডিক্লেয়ার কর। তারপর একটা for লুপ দিয়ে badaymmas নামক for এর সব বাদাইম্মার নাম আউটপুট হিসেবে দেখা।


ANS......








#include
#include
#include
#include
#define pb push_back
using namespace std;

int main()
{
vectorbadaymmas;
badaymmas.pb("tipu");
badaymmas.pb("Gazi");
badaymmas.pb("hasan");
badaymmas.pb("Jayed Vai");
vector::iterator it;
for(it=badaymmas.begin();it!=badaymmas.end();it++)
cout<<*it<";
}
document.write(text);






OR,





String[] badaymmas = {"Hira","Sayeed","Rafi","Zobayer","Labonno"};
for (int i = 1; i <=badaymmas.length; i++) {
System.out.println(badaymmas[i]);
}



OR,




var badaymmas = ["sohana", "koli", "monir", "Rafiq","Anit"];
for(i=0; i<badaymmas.length; i++){
console.log(badaymmas[i] + " tui ekta badaymma");
}

Anonymous said...

৫.৪: দুই-তিন লাইনে সহজ করে লিখবি- for লুপ জিনিসটা কি? এইটা কি খায় পিন্দে না মাথায় দেয়।


ANS.................

for loop হল একটা looping statement.যার মাধ্যমে অনেক কাজ একইসাথে করা যায়।
এর তিনটা পাট থাকে 1.Initialization,2.Condition,3.Increment/Decrement.
1. Initialization পাটে ভ্যালু Initialize করা হয়।
2.Condition পাটে প্রয়োজন মত একটা Condition set করে দেয়া হয়।
3.Increment/Decrement পাটে ভ্যালু হয় বাড়বে না হয় কমবে।





OR,




যে লুপ for ব্যবহার করে করা হয় সেটা for Loop. এখানে প্রথমে লিখতে হয় for(); এই () এর ভিতরে প্রথমে একটা ভেরিয়েবল। তারপর লিমিট, তারপর বৃদ্ধি।
যেমন: for(var i=0; condition; i++){
//some code here;
}









GET LATEST UPDATE by EMAIL

[blogger]