BitCoin কি? কিভাবে Legal way এবং সঠিকভাবে earn করা যায়?



BitCoin কি?

বিটকয়েন হল ওপেন সোর্স ক্রিপ্টোগ্রাফিক প্রোটকলের মাধ্যমে লেনদেন হওয়া সাংকেতিক মুদ্রা। বিটকয়েন লেনদেনের জন্য কোন ধরনের অর্থনৈতিক প্রতিষ্ঠান, নিয়ন্ত্রনকারী প্রতিষ্ঠান বা নিকাশ ঘরের প্রয়োজন হয় না। ২০০৮ সালে সাতোশি নাকামোতো এই মুদ্রাব্যবস্থার প্রচলন করেন। তিনি এই মুদ্রাব্যবস্থাকে পিয়ার-টু-পিয়ার লেনদেন নামে অভিহিত করেন।

বিটকয়েনের লেনদেনটি বিটকয়েন মাইনার নামে একটি সার্ভার কর্তৃক সুরক্ষিত থাকে। পিয়ার-টু-পিয়ার যোগাযোগ ব্যাবস্থায় যুক্ত থাকা একাধিক কম্পিউটার বা স্মার্টফোনের মধ্যে বিটকয়েন লেনদেন হলে এর কেন্দ্রীয় সার্ভার ব্যবহারকারীর লেজার হালনাগাদ করে দেয়। একটি লেনদেন সম্পন্ন হওয়ার সাথে সাথে নতুন বিটকয়েন উৎপন্ন হয়। ২১৪০ সাল পর্যন্ত নতুন সৃষ্ট বিটকয়েনগুলো প্রত্যেক চার বছর পরপর অর্ধেকে নেমে আসবে। ২১৪০ সালের পর ২১ মিলিয়ন বিটকয়েন তৈরী হয়ে গেলে আর কোন নতুন বিটকয়েন তৈরী করা হবে না।

যেহেতু বিটকয়েনের লেনদেন সম্পন্ন করতে কোন আর্থিক প্রতিষ্ঠানের প্রয়োজন পরে না এবং এর লেনদেনের গতিবিধি কোনভাবেই অনুসরণ করা যায় না তাই বিশ্বের বিভিন্ন যায়গায় বিটকয়েন ক্রমান্বয়ে জনপ্রিয় হয়ে উঠছে।. বৈধ পণ্য লেনদেন ছাড়াও মাদক চোরাচালান এবং অর্থপাচার কাজেও বিটকয়েনের ব্যবহার আশঙ্কাজনক ভাবে বৃদ্ধি পেয়েছে। যদিও বিটকয়েন ডিজিটাল কারেন্সি হিসেবে জনপ্রিয়তা পেয়েছে, বিভিন্ন আন্তর্জাতিক মুদ্রার বিপরীতে এর দর মারাত্মক ওঠানামা, দুষ্প্রাপ্যতা এবং ব্যবসায় এর সীমিত ব্যবহারের কারণে অনেকেই এর সমালোচনা করেন।

সম্প্রতি কানাডার ভ্যানক্যুভারে বিটকয়েন এর প্রথম এটিএম মেশিন চালু করেছে। ধারণা করা হচ্ছে মুদ্রা হিসেবে প্রতিষ্ঠিত করতে এটি বিটকয়েনকে আরও আগিয়ে নিয়ে যাবে। মাদক, চোরাচালান অবৈধ অস্ত্র ব্যবসা ও অন্যান্য বেআইনি ব্যাবহার ঠেকানোর জন্য যুক্তরাষ্ট্র ও কানাডীয় সরকার বিটকয়েনের গ্রাহকদের নিবন্ধনের আওতায় আনার চিন্তাভাবনা করছে।

কার্যপ্রনালী

বিটকয়েনের লেনদেন হয় পিয়ার টু পিয়ার বা গ্রাহক থেকে গ্রাহকের কম্পিউটারে। এটি কোন কেন্দ্রীয় নিকাশঘরের মধ্য দিয়ে যায় না কিংবা এটি নিয়ন্ত্রণের জন্য কোন নিয়ন্ত্রণকারী প্রতিষ্ঠান নেই। বিটকয়েনের সমস্ত প্রক্রিয়া সম্পন্ন হয় অনলাইনে একটি উন্মুক্ত সোর্স সফটওয়্যারের মাধ্যমে। বিটকয়েন মাইনারের মাধ্যমে যেকেউ বিটকয়েন উৎপন্ন করতে পারে। বিটকয়েন উৎপন্ন হওয়ার প্রক্রিয়াটা সবসময় অনুমানযোগ্য এবং সীমিত। বিটকয়েন উৎপন্ন হওয়ার সাথে সাথে এটি গ্রাহকের ডিজিটাল ওয়ালেটে সংরক্ষিত থাকে। এই সংরক্ষিত বিটকয়েন যদি গ্রাহক কর্তৃক অন্য কারও একাউন্টে পাঠানো হয় তাহলে এই লেনদেনের জন্য একটি স্বতন্ত্র ইলেক্ট্রনিক সিগনেচার তৈরী হয়ে যায় যা অন্যান্য মাইনার কর্তৃক নিরীক্ষিত হয় এবং নেটওয়ার্কের মধ্যে গোপন অথচ সুরক্ষিতভাবে সংরক্ষিত হয়। একই সাথে গ্রাহকদের বর্তমান লেজার কেন্দ্রীয় তথ্যভাণ্ডারে হালনাগাদ হয়।

বিটকয়েন দিয়ে কোন পণ্য কেনা হলে তা বিক্রেতার একাউন্টে পাঠানো হয় এবং বিক্রেতা পরবর্তীতে সেই বিটকয়েন দিয়ে পুনরায় পণ্য কিনতে পারে, অপরদিকে সমান পরিমাণ বিটকয়েন ক্রেতার লেজার থেকে কমিয়ে দেওয়া হয়। প্রত্যেক চার বছর পর পর বিটকয়েনের মোট সংখ্যা পুনঃনির্ধারন করা হয় যাতে করে বাস্তব মুদ্রার সাথে সামঞ্জস্য রাখা যায়।

বিটকয়েনকে অনেকে ফিউচার মানি হিসেবে মনে করছে ।

বিটকয়েন সম্পর্কে khan Academyr Video:


ফোরামঃ (এই ইউনিভার্সিটিতে প্রথম কিছুদিন নাওয়া খাওয়া ভুলে দিনরাত পড়ে থাকা ফরজ ১০১  thumbs_up )
https://bitcointalk.org
https://litecointalk.org/
সাবরেড্ডিটঃ  http://www.reddit.com/r/litecoin/
লাইটকয়েন উইকীঃ
https://litecoin.info/Main_Page
খান এ্যাকাডেমী ভিডিও টিউটোরিয়াল (প্র্যাক্টিকালী তেমন কাজের না, তবে ব্যাকগ্রাউণ্ড ইনফো জানার জন্য ভালো):
https://www.khanacademy.org/economics-f … what-is-it
বিগিনারস হার্ডওয়্যার + সফটওয়্যার গাইডঃ
http://www.cryptobadger.com/build-your- … ining-rig/ (এটাই আমার সবচাইতে কাজের মনে হয়েছে)
http://www.forbes.com/sites/jasonevange … ning-rigs/
http://www.forbes.com/sites/jasonevange … h-windows/
http://cryptocur.com/litecoin/litecoin-mining/
জিপিউ/সিপিউ বেঞ্চমার্কঃ (গুগল করলে আরো পাবেন)
https://litecoin.info/Mining_hardware_comparison
http://www.coinminingrigs.com/
Current market rate:
http://bitcoinwisdom.com/

বাংলাদেশে মাইনিংয়ের জন্য কি কি কম্পোনেন্ট পাওয়া যায় তার একটি সার্ভে করে ছিলাম গত অক্টোবর-নভেম্বরের দিকে (btc তখন $1000 ক্রস করেছিল  surprised )। স্প্রেডশীটটার স্কৃণশট তুলে দিলামঃ
বিঃদ্রঃ মূল্যতালিকা বিভিন্ন ভেণ্ডরের ওয়েব ক্যাটালগ থেকে নেয়া - এরা সবাই ওয়েবে বেশি দাম দিয়ে রাখে। আসল দাম আরো কম হবে।
কৃপ্টোব্যাজার গাইডে HD 7950-র কথা পই পই করে বলেছে, কিন্তু বাইরের দেশে ওই জিপিউ বাজার থেকে উধাও - সব মাইনাররা ওইটা কিনে সাবাড় করে ফেলেছে! বাংলাদেশে থাকার সুবিধা হলো এই জিনিস এখানে দুষ্প্রাপ্য না  big_smile
বিট/লাইট কয়েন মাইনিং করতে চাইলে উইণ্ডোজ বাদ দেয়া উচিৎ হবে। debian xfce/lxde কিংবা xubuntu/lubuntu  ব্যবহার করুন। লিনাক্সে ওপেনসিএল ড্রাইভার সাপোর্ট বেশ ভালোই। হ্যাশ রেট উইণ্ডোজ থেকে ভালো পাওয়া যায়।
নিজের জন্য মাইনিং রিগের আনুমানিক কনফিগ এরকম প্ল্যান করেছিলামঃ
Asrock 990FX Extreme3 (or FM2 Extreme6)
CPU: Sempron 145 (or A4 5300)
RAM: 4GB DDR3 1600
GPU: 3 x Radeon HD 7850 (3-way crossfirex)
PSU: 800W or 1050W gaming PSU
USEFUL LINKS:
!. More About BitCoin: https://en.wikipedia.org/wiki/Bitcoin
!. Bitcoin Official Site: https://bitcoin.org/en/
!. Mining Info: https://www.bitcoinmining.com/

Full List of Mining Hardware

MinerCapacityEfficiencyPrice
AntMiner S1180 Gh/s2.0 W/Gh$299.0
AntMiner S21000 Gh/s1.1 W/Gh$2259.0
AntMiner S3441 Gh/s0.77 W/Gh$382.0
AntMiner S42000 Gh/s0.7 W/Gh$1400.0
AntMiner S51155 Gh/s0.51 W/Gh$370.0
AntMiner S5+7722 Gh/s0.44 W/Gh$2307.0
AntMiner S74.73 Th/s0.25 W/Gh$479.95
AntMiner S913.5 Th/s0.098 W/Gh$1,987.95
AntMiner U12 Gh/s1.25 W/Gh$29.0
AntMiner U22 Gh/s1.0 W/Gh$49.66
AntMiner U363 Gh/s1.0 W/Gh$38.0
ASICMiner BE Blade11 Gh/s7.72 W/Gh$350.0
ASICMiner BE Cube30 Gh/s6.67 W/Gh$550.0
ASICMiner BE Sapphire0 Gh/s7.59 W/Gh$20.0
ASICMiner BE Tube800 Gh/s1.13 W/Gh$320.0
ASICMiner BE Prisma1400 Gh/s0.79 W/Gh$600.0
Avalon Batch 166 Gh/s9.35 W/Gh$1299.0
Avalon Batch 282 Gh/s8.54 W/Gh$1499.0
Avalon Batch 382 Gh/s8.54 W/Gh$1499.0
Avalon2300 Gh/sN/A$3075.0
Avalon3800 Gh/sN/AN/A
Avalon63.5 Th/s0.29 W/Gh$499.95
bi*fury5 Gh/s0.85 W/Gh$209.0
BFL SC 5Gh/s5 Gh/s6.0 W/Gh$274.0
BFL SC 10 Gh/s10 Gh/sN/A$50.0
BFL SC 25 Gh/s25 Gh/s6.0 W/Gh$1249.0
BFL Little Single30 Gh/sN/A$649.0
BFL SC 50 Gh/s50 Gh/s6.0 W/Gh$984.0
BFL Single 'SC'60 Gh/s4.0 W/Gh$1299.0
BFL 230 GH/s Rack Mount230 Gh/sN/A$399 (used)
BFL 500 GH/s Mini Rig SC500 Gh/s5.4 W/Gh$22484.0
BFL Monarch 700GH/s700 Gh/s0.7 W/Gh$1379.0
BitFury S.B.N/AN/AN/A
Bitmine.ch Avalon Clone 85GH85 Gh/s7.65 W/Gh$6489.0
Black Arrow Prospero X-1100 Gh/s1.0 W/Gh$370.0
Black Arrow Prospero X-32000 Gh/s1.0 W/Gh$6000.0
Blue Fury3 Gh/s1.0 W/Gh$140.0
BTC Garden AM-V1 310 GH/s310 Gh/s1.05 W/Gh$309.0
BTC Garden AM-V1 616 GH/s616 Gh/s1.05 W/Gh$350.0
CoinTerra TerraMiner IV1600 Gh/s1.31 W/Gh$1500.0
DrillbitN/AN/AN/A
HashBuster Micro20 Gh/s1.15 W/Gh$688.0
HashBuster NanoN/AN/AN/A
HashCoins Apollo v31100 Gh/s0.91 W/Gh$599.0
HashCoins Zeus v34500 Gh/s0.67 W/Gh$2299.0
HashFast Baby Jet400 Gh/s1.1 W/Gh$5600.0
HashFast Sierra1200 Gh/s1.1 W/Gh$7080.0
HashFast Sierra Evo 32000 Gh/s1.1 W/Gh$6800.0
Klondike5 Gh/s6.15 W/Gh$20.0
KnCMiner Mercury100 Gh/s2.5 W/Gh$1995.0
KnC Saturn250 Gh/s1.2 W/Gh$2995.0
KnC Jupiter500 Gh/s1.2 W/Gh$4995.0
KnC Neptune3000 Gh/s0.7 W/Gh$12995.0
LittleFuryN/AN/AN/A
Metabank120 Gh/s1.42 W/Gh$2160.0
NanoFury / IceFury2 Gh/s1.25 W/GhN/A
NanoFury NF24 Gh/s1.35 W/Gh$50.0
BPMC Red Fury USB2.5 Gh/s0.96 W/Gh$44.99
ROCKMINER R3-BOX450 Gh/s1.0 W/Gh$200.0
ROCKMINER R4-BOX470 Gh/s1.0 W/Gh$210.0
ROCKMINER Rocket BOX450 Gh/s1.07 W/Gh$599.0
ROCKMINER R-BOX32 Gh/s1.41 W/Gh$65.0
ROCKMINER R-BOX 110G110 Gh/s1.09 W/Gh$88.0
ROCKMINER T1 800G800 Gh/s1.25 W/Gh$325.0
Spondooliestech SP10 Dawson1400 Gh/s0.89 W/Gh$2845.0
SP20 Jackson1.3-1.7 Th/s0.65 W/Gh$248.99
Spondooliestech SP30 Yukon4500 Gh/s0.67 W/Gh$4121.0
Spondooliestech SP31 Yukon4900 Gh/s0.61 W/Gh$2075.0
Spondooliestech SP35 Yukon5500 Gh/s0.66 W/Gh$2235.0
TerraHash Klondike 165 Gh/s7.11 W/Gh$250.0
TerraHash Klondike 6418 Gh/s7.06 W/Gh$900.0
TerraHash DX Mini (full)90 Gh/s7.11 W/Gh$6000.0
TerraHash DX Large (full)180 Gh/s7.11 W/Gh$10500.0
Twinfury5 Gh/s0.85 W/Gh$216.0
Avalon USB Nano33.6 Gh/s0.85 W/Gh$55.0
GekkoScience9.5 Gh/s0.33 W/Gh$49.97

এখন বাকি কাজ আপনার। মেশিন কিনুন, শুরু করে দিন মাইনিং। দেড় লাখ টাকার যদি একটি মাইনিং মেশিন কিনেন, আপনার মাসে ইনকাম হবে- ১লাখ থেকে ২লাখ টাকা।













টাকা Cash Out/Withdraw করার পদ্ধতিঃ

Step: 1 (Pay Account)
বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফারের জন্য আপনার অবশ্যই একটি Payza একাউন্ট থাকতে হবে। কারন বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকে টাকা ট্রান্সফার করার জন্য এটিই সবচেয়ে বেশি ব্যবহার করা নির্ভরযোগ্য একটি সাইট। পেইজা একাউন্ট ওপেন করা তেমন কষ্টের নই। তাছাড়া টিটিতে পেইজা নিয়ে প্রায় শ'খানেক টিউন আছে!
যাদের Payza একাউন্ট নেই তারা এই লিংকে এ গিয়ে Sign up এ ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। অর্থাৎ আপনার সঠিক নাম, ঠিকানা,ইমেইল, লোকেশন ইত্যাদি তথ্য সঠিক ভাবে দেবেন। প্রাথামিক অপশনে Personal নির্বাচন করতে পারেন।
(বি:দ্র- যদি পূর্বে একাউন্ট ওপেন করা থাকে তাহলে সমস্যা নাই, এটি দ্বারাই কাজ করা যাবে)

Step:2 (Exchange E-Currency:)

কয়েনবেইজ সাইট হতে টাকা বাংলাদেশে ক্যাশ করতে তথারুপ পেইজাতে আনতে হলে এই লিংকে ক্লিক করে আপনার সঠিক তথ্য দিয়ে একটি একাউন্ট খুলুন। এটি অনলাইনে কারেন্সি এক্সচেঞ্জ করার নির্ভরযোগ্য একটি মাধ্যম। মূলত এই সাইটের মাধ্যমে আপনার বিটকয়েন ডলারে পরিনত হয়ে Payza একাউন্টে যাবে।
  • রেজিস্ট্রেশন করতে বাম পাশে +Sign up লেখাতে ক্লিক করুন।নিচের চিত্রের মতএকটি পেজ আসবে।এখানে সব তথ্য দিয়ে পুনরায় Sign up লেখাতে ক্লিক করুন।


তারপর আপনার ইমেইল ইনবক্সে একটি ভেরিফিকেশন মেসেজ আসবে। এখান থেকে একাউন্ট ভেরিফাই করে নিন। এবং সাইটে লগ ইন করুন।

এরপর (1) Buy & Sell E-Currency তে ক্লিক করুন। তারপর (2)Select from =Bitcoin এবং Select to =Payza USD নির্ধারণ করে দিন। তারপর আপনার বিটকয়েন পরিমান (minimam 0.1 BTC) লিখে (3) Send/Next বাটনে ক্লিক করুন।
বি.দ্রঃ আপনার coinbase একাউন্টেযেপরিমান BTC জমা হয়েছে তা উপরের দেখানো বিটকয়েন পরিমানে লিখবেন।কমবেশি করবেন না।
তারপর নিচের মত একটি পেজ আসবে। এখানে আপনার Payza একাউন্টে যে ইমেইল এড্রেস দিয়ে সাইন আপ করেছেন সে ইমেইল আইডি লিখে Send বাটনে ক্লিক করুন।


নিচের চিত্রের মত দেখাবে-


এখানে আপনাকে একটি বিটকয়েন এড্রেস দেয়া হবে। এটি কপি করে রাখুন, একটু পর কাজে লাগবে।

Step: 4 : Send Money:

এখন আপনার Coinbase একাউন্টে লগইন করুন। তারপর My Wallet=>Send Money তে ক্লিক করুন।
নিচের মত একটি পেজ দেখাবে। এখানে To: তে কিছুক্ষন আগে যে বিটকয়েন এড্রেস পেয়েছেন তা Paste করুন। Amount এ আপনার বিটকয়েনের পরিমান (যা GOLDUX সাইটে লিখেছিলেন) লিখে Send Moneyতে ক্লিক করুন। এখানে সার্ভিস চার্জ হিসাবে আপনার একাউন্ট থেকে কয়েনবেসে 0.002BTC কেটে রাখা হবে। তাই হিসাব করে Amount লিখুন।

আপনাকে Confirmation মেসেজ জানানো হবে।
আপাতত আপনার কাজ শেষ। অপেক্ষা করুন এবং চেক করে দেখুন আপনার Payza একাউন্টে টাকা জমা হয়েছে কিনা।  বেশিক্ষণ লাগার কথা নয়, মিনিমাম ৩০ মিনিট হতে সর্বোচ্চ ৬ ঘন্টা লাগতে পারে।

উক্ত কাজের প্রমান (বিট কয়েন পেইজা একাউন্টে যোগ হওয়া):

আসলে আমি অদ্য টিউন অনুযায়ী পরীক্ষাটি পূর্বে বেশ কয়েকবার করেছিলাম। তবুও কনফার্ম হবার জন্য টিউন প্রকাশের পূর্বে পরীক্ষা করেই তবে পাবলিশ করেছি। বিট কয়েন পেইজা একাউন্টে সফল ভাবে যোগ হলেই আপনার মেইলে একটি নিশ্চিতকরন বার্তা পাবেন। যেমনটি আজকে আমি পেয়েছি।

ক।


খ। 

সুতরাং বুঝতেই পারছেন, আপনার Payza তে ডলার জমা হবে তখনি আপনি বাংলাদেশের যেকোন অনলাইন ব্যাংকের মাধ্যমে টাকা তুলতে পারবেন।

Step-5: Payza ক্যাশআউট পদ্ধতিঃ

এবার আপনার Payza একাউন্টে লগইন করে Withdraw Funds এ ক্লিক করে Bank Transfer সিলেক্ট করুন।

এভাবে পরের/৩য় ধাপে একাউন্ট সেটআপ সম্পন্ন করুন। তারপর আবার Withdraw Funds এ গিয়ে আপনার ব্যাংক ট্রান্সফার সম্পন্ন করুন। Account processing হতে কিছু সময় লাগবে।কিছুদিনের মধ্যে আপনার ব্যাংক একাউন্টে টাকা জমা হয়ে যাবে। এভাবেই আপনি আপনার বিটকয়েন হতে টাকা আয় করতে পারবেন।

জ্ঞাতব্য বিষয়:

১। এই ক্ষেত্রে অবশ্যই পেইজা সহ goldux এর একাউন্ট ভেরিফাইড হতে হবে। ভেরিফাইড করার জন্য আপনার জাতীয় পরিচয় পত্র, ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স  কিংবা ইউটিলিটি বিলের কপি থাকতে হবে।
২। সুতরাং সেইগুলো যথাযথ থাকলে আপনাকে তা সাবমিট করতে হবে। সাবমিট করার প্রায় ১০ দিনের মাথায় আপনাকে জানিয়ে দেওয়া হবে একাউন্ট ভেরিফাইড হয়েছে কিনা!
৩। জাতীয় পরিচয় পত্র, ব্যাংক একাউন্ট স্টেটমেন্ট এর নামের সাথে উক্ত একাউন্টগুলো ওপেন করার সময় নামের বানান ঠিক রাখতে হবে।
৪। একাউন্ট ভেরিফাইড না থাকলে আপনার যাবতীয় লেনদেনগুলো পেন্ডিং অবস্থাতে শো করবে।


Share:

0 comments:

GET LATEST UPDATE by EMAIL

[blogger]